মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আগামী ৭ মে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা বাছাই উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা প্রবীণ আওয়ামী লীগ নেতা মবশ্বির আলীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের মধ্যে ৪টি ইউনিয়নের ভোটগ্রহন অনুষ্ঠিত হয় ও দুটি ইউনিয়নের প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় ভোট প্রহন হয়নি এবং একটি ইউনিয়ন কোনো প্রার্থীরা নাম আসেনি।
ভোটগ্রহন করা হয় উপজেলার সদর ইউনিয়ন, দৌলতপুর ইউনিয়ন, অলংকারি ইউনিয়ন, খাজাঞ্চি ইউনিয়ন। লামাকাজি ইউনিয়নে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম আসেনি। তবে উপজেলার রামপাশা ইউনিয়নের একমাত্র প্রার্থী আলমগীর হোসেন ও দেওকলস ইউনিয়নে আবুল কালাম জুয়েল। তাদের নিকটতম কোনো প্রার্থী না থাকায় ভোটগ্রহন হযনি।
নাম প্রকাশ না করার অনুরোধে উপজেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতা সাংবাদিক কে বুধবার বিকেল ৭টায় বলেন, আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ৭টি ইউনিয়নে প্রার্থী প্রায় চুড়ান্ত।
গতকাল মঙ্গলবার ভোটগ্রহনও তাদের এগিয়ে রয়েছেন বলে ওই নেতা জানান।
উপজেলার ৭টি ইউনিয়নে নৌকার মাঝি হতে যাচ্ছে তারা হলেন-বিশ্বনাথ সদর ইউপিতে আবদুল জলিল জালাল, দৌলতপুর ইউপিতে আমির আলী, দেওকলস ইউপিতে আবুল কালাম জুয়েল, খাজাঞ্চি ইউপিতে শংকর চন্দ্র ধর, অলংকারি ইউপিতে রফিক মিয়া, রামপাশা ইউপিদে এডভোকেট আলমগীর হোসেন, লামাকাজি ইউপিতে ডাক্তার শানুর আলী। তারাই আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে আ.লীগের শীর্ষস্থানীয় ওই নেতা জানান।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, কয়েক ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।