মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে ॥ নৌ – পরিবহন মন্ত্রী শাহজাহান খাঁন বলেছেন, অচিরেই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর উদ্ধোধন করা হবে। তিনি বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বাল্লা টেকেরঘাট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্লা স্থলবন্দর উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরও বলেন একটি অপশক্তি যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কোন শক্তিই যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। এ সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঢাকা বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ -৩ ( সদর-লাখাই) আসনের এমপি এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট – মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের সচিব অশোক মাধব রায়, হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।