এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে:
হবিগঞ্জে পুকুর থেকে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের ধল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো ওই গ্রামের জাহেদ মিয়ার পুত্র জীবন (৫), আমির উদ্দিনের কন্যা হেবজা আক্তার (৪) ও আওলাদ মিয়ার কন্যা রুমা (৫)।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, ওই গ্রামের জামে মসজিদের পাশে পুকুরের পাড়ে ৩ শিশু খেলা করছিল। খেলার ফাঁকে শিশু ৩টি পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখেন। বিষয়টি সদর থানায় অবহিত করা হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।