এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে টাকা না পেয়ে গালি দেয়ায় দেবর ইসমাইলকে (০৫) গলা টিপে হত্যা করেছে ভাবী শাপলা বেগম (২০)। এ ব্যাপারে ভাবী শাপলা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার বেলা দেড়টায় হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র।
তিনি জানান, নিহত শিশু ইসমাইলের বড় ভাই জুয়েল মিয়ার স্ত্রী শাপলা বেগম হত্যাকান্ডের দায় স্বীকার করে মঙ্গলবার হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জবানবন্দিতে শাপলা উল্লেখ করে, শিশু ইসমাইল প্রায় সময় তার কাছে টাকা চাইতো। টাকা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। ঘটনার দিন ২৬ মার্চ সকালে ইসমাইল তার কাছে টাকা চায়। টাকা না দেয়ায় ইসমাইল তাকে আবারও অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এতে শাপলা ক্ষিপ্ত হয়ে ইসমাইলের গলা চেপে ধরলে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তখন সে ইসলাইলের মৃতদেহ বাড়ির ধানের গোলার নিচে লুকিয়ে রাখে এবং সুবিধাজনক সময়ে মৃতদেহ পুকুরে ফেলে দেয়ার পরিকল্পনা করে।
প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির ও মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন।
২৬ মার্চ সকালে মাধবপুর উপজেলা সদরের পশ্চিম মাধবপুর এলাকার রজব আলীর ছেলে ইসমাইল নিখোঁজ হয়। ২ দিন পর ২৮ মার্চ দুপুরে রজব আলীর বাড়ির ধানের গোলার মাচার নিচ থেকে পুলিশ ইসমাইলের মৃতদেহ উদ্ধার এ ঘটনায় পুলিশ ওইদিনই জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পিতা-মাতা, ভাই ও ভাবীকে আটক করে। পরে হত্যাকান্ডের দায় স্বীকার করায় ইসমাইলের ভাবী শাপলা ছাড়া অন্যদের পুলিশ ছেড়ে দেয়।
এ ঘটনায় ইসমাইলের পিতা রজব আলী তার বড় ছেলের বউ শাপলা বেগমকে একমাত্র আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।