এম এ আই সজিব ॥ আজমিরীগঞ্জে এক কাঁচামাল ব্যবসায়ীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। উদ্ধার হওয়া কাঁচামাল ব্যবসায়ী হারিছ মিয়া (৪০) আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মন্তাজ আলীর পুত্র।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ৩ দিন আগে সে কাঁচামাল ক্রয় করার জন্য লক্ষাধিক টাকা নিয়ে ঢাকার কাওরান বাজারে যান। গত সোমবার সুরমা মেইলযোগে হবিগঞ্জ আসে। রাস্তায় কোন এক ফাঁকে তাকে অজ্ঞান করে দুবৃত্তরা।
সকালে শায়েস্তাগঞ্জ প্ল্যাটফর্মে পড়ে থাকতে দেখে লোকজন থানায় খবর দেয়। এসআই ওমর ফারুক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।