এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের মাষ্টার কোয়ার্টার এলাকায় পৌরসভার মালিকাধানী জমি দখল করে বাসা নির্মাণের অভিযোগ উঠেছে। পৌর কর্তৃক দখলকারীকে নোটিশ প্রদান করে কাজ বন্ধ করতে পারছে না।
পৌরসভার নোটিশ সূত্রে জানা যায়, ওই এলাকার তাজ উদ্দিন সুফি পৌরসভার মালিকানাধীন পুকুর ভরাট করে বাসা নির্মাণ করছেন। এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মধুসুধন দত্ত গত ২৭ মার্চ নোটিশ দিলে তিনি এ আদেশ উপেক্ষা করে বাসা নির্মাণ অব্যাহত রাখেন।
মঙ্গলবার সরেজমিনে পরিদর্শন করেন ভারপ্রাপ্ত মেয়র দিলীপ কুমার দাশ, কাউন্সিলর আব্দুল আওয়াল মজনু, গৌতম আশ্চার্য্যসহ পৌরসভার কর্মচারী। তারা ঘটনার সত্যতা পান। এ ব্যাপারে কাউন্সিলর মজনু জানান বারবার নোটিশ করার পরও তিনি এ আদেশ উপেক্ষা করে এ আদেশ করছেন।