বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ মে। এবার দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্টিত হবে। ফলে মঙ্গলবার বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ প্রার্থী বাচাই করে।
প্রার্থী বাচাইয়ে দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নেতা আবুল কালাম জুয়েল ও রামপাশা ইউনিয়নে অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর একক প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে দু’জর মনোনীত হয়েছেন। তারা ‘নৌকা প্রতীক’ নিয়ে নির্বাচন করবেন বলে জানান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার। তিনি বলেন, বুধবার অন্যান্য ইউনিয়নের প্রার্থীদের নাম ঘোষনা করা হবে।