এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার লালচান চা বাগানে সীমা সাওতাল (১৪) নামের এক কিশোরী বোনের বাড়িতে এসে বিষপানে আত্মহত্যা করেছে। সে হাতিরমারা চা বাগানের নয়ন সাওতালের কন্যা।
নিহতের বাবা নয়ন সাওতাল জানান, গতকাল বুধবার সে বেড়াতে তার বোনের বাড়িতে যায়। গতকাল বিকালে রহস্যজনক কারণে সীমা সাওতাল সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতারে নিয়ে এসে সন্ধ্যা সাড়ে ৬টায় পরে চিকিৎসাধীন অবস্থায় সে ৭টায় মারা যায়।