বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ॥বাহুবল উপজেলার পাহাড়ী পাতদেশের ভবানীপুরে অবস্থিত হযরত শাহজালাল (রহ) কেজি এন্ড হাই স্কুলের উদ্দ্যেগে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বৃত্তি ট্রাষ্ট পরীক্ষায় উর্ত্তীনদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে রবিবার বেলা ১১টার দিকে হাফেজ আবু ছালেহের সভাপতিত্বে ও সাংবাদিক আজিজুল হক সানুর উপাস্থপনায় হযরত শাহজালাল (রহ) কেজি এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জালাল উদ্দিনের শুভেচ্ছা বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মিরপুর মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বাবু নিরঞ্জন সাহা নিরু।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, বাহুবল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি প্রভাষক আইয়ূব আলী, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল জব্বার, সদস্য সচিক আব্দুল কাদির চৌধুরী, সমাজসেবক খন্দকার খুরশেদ আলম সুজন। সভা শেষে টেলেন্টপুলে ১ ও ১১জন সাধারণ বৃত্তিপ্রাপ্ত সহ বিভিন্ন খেলাধুলায় অংশ গ্রহনকারী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।