চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পারকুল চা-বাগানের ৫শ’ ২৫ জন চা-শ্রমিকদের সরকার চুক্তি এরিয়া বিল (হাজিরা) বিতরনে অনিয়ম ও টাকা আত্মসাৎ পায়তার করার কারণে ৩ বাবুকে অফিসে অবরুদ্ধ করে চা-শ্রকিরা ধর্মঘট পালন করেছে।
রোববার সকাল ৮টা থেকে কাজ বন্ধ রেখে পারকুল চা-বাগানের ফ্যাক্টরী ও অফিস সংলগ্নে নারী-পুরুষ শ্রমিকরা জরো হয়ে শ্রমিকদের এরিয়া বিলের পূর্ণ টাকা পাওয়ার দাবীতে বাগান স্টাফ ফয়সল বক্স চৌধুরী, শফিক ও সুবির বাবুকে অবরুদ্ধ করে এক প্রতিবাদ সভা ও ধর্মঘট করে। শ্রমিকরা জানায়, সরকার চুক্তি এরিয়া বিল আমাদের মাথা পিচু ২২শ’ ৪৪ টাকা দেয়ার কথা থাকলেও তারা ১৮শ’ ৪০ টাকা প্রদান করাকালে তাদের এই অনিয়ম ধরা পরে এবং ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা।
এ ঘটনার খবর পেয়ে পারকুল চা-বাগানে শ্রমিকদের আন্দোলন ধর্মঘট সভায় উপস্থিত হয়ে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৯নং রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ, ইউনিয়ন শ্রমিক বালিশীরি ভ্যালির সভাপতি বিজয় হাজরী, সেক্রেটারী দেবেন্দ্র বারাইক, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি ও চুনারুঘাট উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর মাষ্টার। এ সময় চা-শ্রমিকদের শান্ত থাকার আহবান জানান বক্তরা।
পরে এ বিষয় নিয়ে বাগান স্টাফদের সাথে আলোচনায় বসেন নেতৃবৃন্দ। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন-বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও সাবেক মেম্বার গিরিদারি চৌহান, সাবেক মেম্বার হরিপদ বুনার্জী, সাবেক সভাপতি অজিত রাজ বল্লব, বর্তমান সভাপতি প্রদীপ বুনার্জী, সেক্রেটারী রিপন দেব তপন, শ্রমিক নেতা কমল তেলী পাল, সুমন যাদব, আরাধন চৌহান, সজল তেলী পাল সহ বালিশীরি ভ্যালী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রায় ৩ ঘন্টা আলোচনা শেষে ৬ দিনের এরিয়া বিলের পূর্ন টাকা আগামী বৃহস্পতিবারে পরিশোধ করার সিদ্ধান্ত হলে চা-শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে বিকাল ৫টায় ঘরে ফিরে। তবে পারকুল চা-বাগানের ৩ বাবুর এ অনিয়মের কারনে ৫শ’ ২৫ জন চা-শ্রমিক কাজে না ফেরায় বাগানের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষতি হয়।
এ ব্যাপারে বাগানের ৩ বাবুর সাথে জানতে চাইলে তারা বলেন- খাতা পত্রে আমাদের আংশিক ভুল ছিল এবং শ্রমিক ও আমাদের মাঝে ভুল বুঝির কারনে এ ঘটনা ঘটে।