বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেককস্থ আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে, যুক্তরাজ্য প্রবাসী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, রাউতরগাঁও নিবাসী মো. মানিক মিয়ার অর্থায়নে ২৬ মার্চ শনিবার শহীদ মিনারের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শহীদ মিনারের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফ আলী আরশ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আজম আলীর পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামালবাজার মাদরাসার অধ্যক্ষ এ কে. এম.মনোহর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুক আহমদ, সিলেট লেখক ফোরামের সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্য হাজী চেরাগ আলী, হাজী হিরা মিয়া, সংগঠক ও সমাজসেবী আকতার হোসেন, ফ্রান্স প্রবাসী আমির আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার শীল।