মতিউর রহমান মুন্না, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জ উপজেলার বানিজ্যিক এলাকা হিসেবে খ্যাত আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ত্রী-বার্ষিক নির্বাচনকে ঘীরে প্রচার-প্রচারণা তুঙ্গে। আগামী ১৮জানুয়ারী রবিবার ব্যবসায়ীদের ভোটে কে হবেন বিজয়ী ও কাদের দ্বারা বাজারের উন্নয়ন গতিশীল হবে এ নিয়ে চলছে ভোটারদের মধ্যে চুলছেড়া বিশ্লেষণ। আউশকান্দি বাজারের অলিগলী ও মহা সড়কের কিবরিয়া চত্ত্বর সহ গুরুত্বপূর্ণ জায়গা গুলো ছেয়ে গেছে প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও পেষ্টুনে। নির্বাচনী প্রচারে ভোটারদের মন আকৃষ্ট করতে প্রতিদিনিই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে রয়েছেন ৩ জন, সাবেক সভাপতি মুরশেদ আহমদ (হারিকেন) মার্কা, মনর মিয়া (আনারস), শাহ ফরিদ আহমদ (ছাতা), সহ সভাপতি ২জন, ফজলুল করিম মিছবা (গরুর গাড়ী), শেখ আব্দুল করিম তোতা (চেয়ার) সাধারন সম্পাদক পদে ৩জন, সাবেক সাধারন সম্পাদক জাহান চৌধুরী (চাকা), খালেদ আহমদ জজ (হরিণ) সাইদুর রহমান (রিক্সা) সহ সাধারন সম্পাদক ২জন, আবুল কালাম (তালা), আব্দুল মুকিত (হাঁস), সাংগটনিক সম্পাদক পদে ২জন, সাবেক সাংগটনিক সম্পাদক মো:মুজিবুর রহমান (মাছ), ডাঃ জুয়েল আহমদ ফয়েজ (জাহাজ) কোষাধ্যক্ষ পদে ২জন, সাবেক কোষাধ্যক্ষ মোঃআব্দুল নূও (আম), মোঃ মোশাররফ চৌধুরী (টেবিল ফ্যান), বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার সম্পাদক পদে পার্থ স্বারথী পাল একক প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন, দপ্তর সম্পাদক পদে ২জন, ফখরুল ইসলাম জুয়েল (বাইসাইকেল) ,সাবেক দপ্তর সম্পাদক সাহেব আলী তালুকদার (কাপ-প্লেইট), সদস্য পদে ৭ জন মোঃ আব্দুল আমিন (ফুটবল), মোঃ রহমত উল্লা (কবুতর), মোঃ তুহিন আহমদ (ঘোড়া), মোঃ অলিউর রহমান চৌধূরী (বাল্ব), শেখ কায়সার আহমেদ (ঘুড়ি), মোঃ আরশ মিয়া (কলস) ও মোঃ জসিম উদ্দিন রিজু (চাবি), মার্কা সহ সর্বমোট ২৪জন প্রার্থী রয়েছেন। ভোট যুদ্ধে কে হাসবেন বিজয়ের হাসি এ নিয়ে হোটেল রেস্তরাঁ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে প্রতিদিনই চলছে নানা আলোচনা ও নির্বাচনী প্রচারনা। উক্ত নির্বাচন পরিচালনা কমিটিতে রয়েছেন আহবায়ক হিসাবে হাজী আব্দুল ওয়াহিদ, যুগ্ন আহবায়ক শফিউল আলম হেলাল ও নজরুল ইসলাম চৌধুরী। আগামী ১৮ জানুয়ারি ২০১৫ রবিবার সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত একটানা ভোগ গ্রহণ চলবে।