বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি : বিশ্বনাথে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্মৃতিসৌধে রাত ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনি ও ফুলের তোরা দিয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিশ্বনাথ প্রেসক্লাব, সামাজিক ও সাস্কৃতিক সংগঠন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের দ্বিতীয় পবের্র অনুষ্ঠান শুরু করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাশহুদুল কবীর, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ আবদুল হাই, মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মণ চন্দ্র বণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিভাষ চন্দ্র মানী, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, ডাক্তার আবদুল কুদ্দুছ চৌধুরী। শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও সুধীজন। পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুঁচকাওয়াজ ও শারীরিক কসরত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।