বিশেষ প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এ জেড টি কিন্ডার গার্টেন, সিকান্দরপুর, চুনারুঘাটে স্বাধীনতা দিবসের তাৎপর্য সম্বন্ধে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ শে মার্চ সকাল ১০ ঘটিকা হতে দুপুর ১২০০ ঘটিকা পর্যন্ত কিন্ডার গার্টেন এর মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল ওয়াহেদ তরফদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ৭ নং উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান জনাব এজাজ ঠাকুর চৌধুরী ।
আক্তারুজ্জমান তরফদার সিপন এর পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সৈয়দ সাইদুল হক সোহাদ, সায়েস্তগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রলীগের সহ সভাপতি সি আর সুমন আহম্মেদ, শিক্ষানুরাগী মোঃ তাজুল ইসলাম , ইউপি সদস্য সায়েদ আকরাম চৌধুরী, ইউপি কৃষক লীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সমাজসেবক মোঃ রুয়েল তালুকদার, অভিভাবক আব্দাল আহম্মেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। প্রধান অতিথি এজাজ ঠাকুর চৌধুরী স্বাধীনতা দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন ।
তিনি এজেডটি কিন্ডার গার্টেন এর পড়ালেখার মানসম্মত পরিবেশ এবং প্রত্যেকটি জাতীয় অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করার জন্য কিন্ডার গার্টেন এর সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন, কবিতা আবৃত্তি এবং উপস্হিত বক্তৃতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করেন। সর্বশেষ স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরন করা হয় ।