এম এ আই সজিব ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের রাস্তায় আবু সাঈদ (৩৫) নামের এক আইনজীবিকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভেঙ্গে ফেলে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত আইনজীবি চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামের মৃত হুমায়ূন রশিদের পুত্র ও জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য।
আহত সুত্রে জানা যায়, প্রতিবেশী হারুন রশিদের পুত্র জামান ও জিতু মিয়ার পুত্র আজাদ ও কুতুব মিয়ার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল তিনি বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চুনারুঘাট আসার পথে রাস্তায় উল্লেখিতরাসহ আরো ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ভেঙ্গে চুরমার করে দেয়।
মুমূর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তার উপর হামলার খবর আইনজীবিদের নিকট পৌছলে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, বিষয়টি শুনেছি, দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।