সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা এবং নেতাকর্মীদের গ্রেফতারসহ ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সুনামগঞ্জ জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ২০ দলীয় জোট।
সোমবার সকাল ১১টায় শহরের ষোলঘরস্থ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, “এ সরকার জনগনের সাংবিধানিক অধিকার হরণ করে পুরো দেশকে কারাগারে পরিণত করেছে।” দেশব্যাপী হামলা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার হরতাল সফলের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জোটের সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি মোমতাজুল হাসান আবেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, দেওয়ান জয়নুল জাকেরীন, পৌর বিএনপিনেতা অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা জামায়াতনেতা আবু হানিফ নোমান, বিএনপিনেতা আ ত ম মিছবাহ, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ গাজীনগরী, জেলা খেলাফত মজলিশের সিনিয়ন সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, এলডিপিনেতা শেখ এমদাদুল হক।