চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন নরপতি গ্রামের ফুলবাড়ী থেকে মুড়ারবন্দ সড়কের ৬শত ফুট সড়ক পাকাকরনের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় (চুনারুঘাট-মাধবপুর)-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী এ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা এডঃ কুতুব উদ্দিন, চুনারুঘাট উপজলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, আওয়ামীলীগ নেতা মুকিত চৌধুরী, লন্ডন প্রবাসী আবুল খায়ের, উপজেলা সেচ্ছাসেবক সভাপতি মানিক সরকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রইছ উল্লা, যুবলীগ নেতা হালিমুর রশিদ কাজল, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সামছুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ফারুক মিয়া, মাসুম বিল্লা, মোঃ কছির মিয়া, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরান চৌধুরী, সেক্রেটারী খন্দকার আলাউদ্দিন প্রমুখ।