সাইফুল ইসলাম তালুকদার চুনারুঘাট থেকে : চুনারুঘাট উপজেলার মমিনপুর ও নরপতি দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৫জন ।পূর্ব শত্রুতার জের ধরে আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নরপতি গ্রামের প্রায় ৪০জন লোক মমিনপুর গ্রামে এসে মোঃ বজলুর রশিদ(৪৫) সহ আরো কয়েকজনকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে।মোঃ বজলুর রশিদ(৪৫) এর অবস্থা আশংকাজনক হওয়ায়,তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে ।খবর পেয়ে,ঘটনাস্থল নিয়ন্ত্রণ করতে চুনারুঘাট থানা পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয় ।