নবীগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব’র সমর্থনে বৃহস্পতিবার অনুষ্টিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এডভোকেট আব্দুল মজিদ খাঁন এমপি বলেছেন, আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্তের পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, যারা নৌকা থেকে একবার নামবেন, তাদেরকে কখনও আবার নৌকায় উঠার সুযোগ দেয়া হবে না। স্থানীয় কালাইনজুড়া ইউপি অফিস মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমদের সভাপতিত্বে এবং সাবেক যুবলীগের সভাপতি লুৎফুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ফরিদ মিয়া, যুবলীগের যুগ্ম সম্পাদক সাজান মিয়া, সাহেব আলী ও আঙ্গুর মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, ডাঃ সাফি আহমদ, মুছাব্বীর তালুকদার, কামাল মিয়া, আবু ইউছুপ, আব্দুল মাহিদ, শিক্ষক গোলাম রব্বানী,মহিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল হালিম, রাহেল মিয়া, রাজন মিয়া, আলকাছ মিয়া, আব্দুর রশিদ খাঁ মেম্বার, তালেবর মেম্বার, উপরাজ সরকার, জ্যোতিষ সরকার, আব্দুল হাসিম বদর, জামির বক্স মেম্বার, শৈলেন বর্ধন, হারুন মিয়া, এনায়েত হোসেন মেম্বার, মহিবুর রহমান Ñ২, নুরুল আমীন মোল্লা, ফারুক মিয়া, এমদাদুল হক খোকন, সামছু মিয়া, ইমদাদুল হক সুজন, সোহেল আমীন, লেচু মিয়া, ফজলু মিয়া, আফজল মিয়া, হাজী শুকুর আলী, মনহর মিয়া, রজব আলী, জালাল উদ্দিন, সিরাজ মিয়া, শাহ আলম, মজিদ মিয়া, রফিক মিয়া, কবির মিয়া, আলী হোসেন, রঞ্জু দাশ, মাজহারুল ইসলাম মিটু প্রমূখ।
অনুষ্টানে প্রধান অতিথি এডভোকেট আব্দুল মজিদ খানঁ এমপি ৭নং বড়ইউড়ি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে পরিচয় করিয়ে দেন। এবং নৌকার বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের সকল বিবেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।