এম এ আই সজিব,হবিগঞ্জ থেকে : ডাক্তারি বা চিকিৎসা সেবা হচ্ছে একটি মহান পেশা। এর মূল আদর্শ হল মানবসেবা। এক সময় ডাক্তাররা মানবসেবার লক্ষ্যে নিজের ঘুম বিসর্জন দিয়ে রোগীর বাড়িতে গিয়ে উপস্থিত হতেন।
বর্তমান সময়ে সম্পূর্ণ উল্টো। এখন রোগী চিকিৎসার জন্য ডাক্তারদের চেম্বারে গিয়েও চিকিৎসা পাওয়া যায় না। ভাগ্যক্রমে ডাক্তারের দেখা পেলেও টাকা ছাড়া তারা হাত-পা নাড়ান না। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালেও এ ধরণেরই চিকিৎসাই চলছে।
এখানকার ডাক্তারসহ অধিকাংশ কর্মচারী কর্তব্যে আর অবহেলায় যেমন পটু তেমনি টাকার মোহের কাছে অন্ধ। শুধু হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালই নয়, ৮ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর চিকিৎসা সেবার নমুনাও একই রকম। কোনো কোনো স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার থাকলেও তারা রোগীদের চিকিৎসার পরিবর্তে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয় অনেক ডাক্তারই রোগীকে তাদের চেম্বারে যাওয়ার কথা বলে বিনা পয়সায় চিকিৎসার পরিবর্তে রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। তাদের এ অনিয়মের বিরুদ্ধে কোন সময়ই কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রোগীদের সুখ-দুঃখ বোঝা তো দূরের কথা, তাদের প্রতি ন্যূনতম মানবিক আচরণ পর্যন্ত করেন না এখানকার ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট কর্মচারীরা। ফলে কোন কোন গরিব রোগী চিকিৎসা না পেয়ে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। কীভাবে কোন পদ্ধতিতে অধিক হারে টাকা কামানো যায় রোগী সেবার পরিবর্তে, সেদিকেই সংশ্লিষ্ট সকলের মনোযোগ বেশি।
সুত্র জানায়, বেশির ভাগ ডাক্তার ইদানীং রোগী দেখার ফি বাড়িয়ে দিয়েছেন। আবার অনেক ডাক্তারের ডাক্তারি ব্যবসা এতটাই জমজমাট যে উচ্চমূল্যের ফি নির্ধারণ করেও তারা রোগী দেখার চিকিৎসা সেবা!
সময় পাচ্ছেন না। তাদের চেম্বারে কিংবা ক্লিনিকে রোগীর লাইন পড়ে যায়। শুধু তাই নয়, অনেক সময় ডাক্তার-কর্মচারীদের আচরণ এতটাই রূঢ় যে, নিষ্ঠুর কসাইকেও হার মানায়। রোগীরা তাদের আচরণে এতটাই ত্যক্ত-বিরক্ত ও ক্ষুব্ধ যে, সমস্যাটি এখন রীতিমতো জীবন-মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
এক সময় এমন অবস্থা ছিল যে, ডাক্তার রোগের সন্ধান না পেলে ফি নিতেন না। আবার কোনো কোনো সময় গরিব দুঃস্থদের ছাড় দিতেন। ফলে নিঃস্ব পরিবারের মানুষ ভালো ডাক্তারের প্রত্যাশা অনায়াসে করতে পারত।
কিন্তু হবিগঞ্জ সদর হাসপাতালে মানবতা আজ উধাও হয়ে গেছে।
গরিবের জন্য, দুঃস্থদের জন্য, নিঃস্বদের জন্য কোনো চিকিৎসা নেই বলাই চলে। এখানে চিকিৎসাসেবা টাকা ও পেশী শক্তির মাপকাঠিতে মূল্যায়ন করা হয়। ফলে উপযুক্ত চিকিৎসার অভাবে কিংবা চিকিৎসা না পেয়ে গরিব মানুষ, দুঃস্থ-নিঃস্ব মানুষ ধুঁকে ধুঁকে মারা যাওয়ার ঘটনা ঘটে। হাসপাতালের কিছু দুর্নীতিবাজ ডাক্তার ও কর্মচারী দামি ওষুধগুলো বাইরে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। ফলে যেসব ওষুধ রোগীদের বিনামূল্যে পাওয়ার কথা সেসব ওষুধ তাদের টাকা দিয়ে কিনতে হয়।
হবিগঞ্জের ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। তা না হলে হবিগঞ্জের অসচ্ছল রোগীরা বর্তমানে যেভাবে তিমিরে রয়েছে সেভাবে তিমিরেই আটকে থাকবে। অন্ধকার থেকে বেরিয়ে এসে আলোর মুখ দেখা রোগীদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। ডাক্তার প্রাইভেট প্র্যাকটিস বন্ধের পাশাপাশি, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার চিহ্নিত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কোনো বিকল্প নেই। যদি হবিগঞ্জ সদর হাসপাতালের পুরনো চিত্রের কোনো বদল না হয় তা হলে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা কিভাবে নিশ্চিত হবে?
এ হাসপাতালের স্বাস্থ্যসেবার পুরোনো চিত্রের বদল ঘটাতে না পারলে জনগণ যে সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আর এ জন্য জেলার আইন প্রণেতা ও রক্ষাকারীদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা রোগী ও তাদের স্বজনরা।