এম এ আই সজিব,হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেলে দেহ ব্যবসা ও জুয়ার আসর জমজমাট হয়ে উঠেছে। আর এসব ব্যবসায় জড়িয়ে পড়েছে শিক্ষার্থীরাসহ প্রবাসির স্ত্রীরা।
যদিও আইন শৃংঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে হোটেল থেকে খদ্দেরসহ কলগার্লকে আটক করে কারাগারে পাঠায়। পরে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। পাশপাশি, জুয়া খেলা ও মাদক সেবনের আসর বসে এ সব হোটেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জুয়াড়ী ও কলগার্ল জানায় হোটেল ম্যানেজারদের ম্যানেজ করে তারা এসব অপকর্ম করছে। জানা যায়, হবিগঞ্জ শহরের সিনেমা হল, পুরাতন পৌরসভাসহ শায়েস্তাগঞ্জ সিরাজ হোটেল থেকে একাধিকবার খদ্দেরসহ কলগার্লদের আটক করে কারাগারে প্রেরণ করে পুলিশ। আবারো ওই সব হোটেলে দেহ ব্যবসা চলছে।