এম এ আই সজিব,হবিগঞ্জ থেকে : বাহুবল উপজেলার কারাকারৈল গ্রামে দরছ মিয়া নামের ছয় সন্তানের এক জনক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র। বৃহস্পতিবার বিকালে পারিবারিক কলহের জের ধরে দরছ মিয়া বিষপান করে ছটপট করতে থাকে। লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।