এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ শহর থেকে ফিল্মী স্টাইলে অপহরণ হওয়া এক বিচারপ্রার্থীকে ৫ ঘন্টার মাথায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক অপহরণকারীকে আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকপুর (আদমপুর) গ্রামের বিচারপ্রার্থী আব্দুল আহাদের পুত্র সফি উল্লা ও তার স্ত্রী রত্না বেগম হবিগঞ্জ কোর্টে (জিআর ৩৬৪/১৫ইং) মামলায় হাজিরা দিতে আসে।
হাজিরা শেষে কোর্ট থেকে বের হয়ে চৌধুরীবাজার যেতে একটি রিকশায় উঠে তারা। তাদের রিকশাটি তিনকোনা পুকুরপাড় এলাকায় পৌছামাত্র একদল অপহরণকারী তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সফি উল্লাকে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারী তার স্ত্রী রত্না বেগমের পিছু ধাওয়া করলে সে ফ্যাশন বারী নামের একটি কাপড়ের দোকানে আশ্রয় নেয়।
এ সময় স্থানীয় লোকজন লোকমান হোসেন (২৫) নামের এক অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার মৃত মকসুদ আলীর পুত্র। আটক লোকমান পুলিশকে জানায়, তার সাথে ছিল একই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের পুত্র জসিম উদ্দিন, মিঠু মিয়ার পুত্র বুলবুল, কিতাব আলীর পুত্র সোহাগ, পাতারিয়া গ্রামের সাজু ও নোয়াহাটি গ্রামের কাঠমিস্ত্রি বাবুল সরকারের পুত্র দিপক সরকার। লোকমানের স্বীকারোক্তি অনুযায়ী অপহরণকারীদের ধরতে শহরের বিভিন্নস্থানে সদর ওসি নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই ওমর ফারুক, একেএম রাসেল, ছানা উল্লা, আব্দুর রহিম,এ এস আই নুরে আলমসহ একদল পুলিশ সাড়াশি অভিযান চালায়।
সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় সফি উল্লাকে সদর উপজেলার উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় অন্যান্য অপহরণকারীরা পালিয়ে যায়।
আহত সফি উল্লা জানায়, দুর্বৃত্তরা তার চোখ বেঁধে নির্জনস্থানে নিয়ে যায় এবং মারপিট করে তার স্ত্রীর নিকট মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। ভিকটিমকে উদ্ধার হয়েছে। আটক লোকমানকে রিমাণ্ডে এনে আরো রহস্য উদ্ধার করা হবে। তিনি আরো জানান, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন ওই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন লোকদেরকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছে। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত।