এম এ আই সজিব ॥ বাহুবলে ইকবাল নামের এক মাদরাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ইকবালের পরিবারে চলছে কান্নার রোল। সবাই সুখবরের প্রহর গুণছেন। কিন্তু না পুলিশ না আত্মীয়-স্বজন; কেউ সুসংবাদ দিতে পারছে না। বাহুবল উপজেলার পূর্ব জয়পুর (খান বাড়ি) গ্রামের ওয়াহিদ খানের পুত্র সুয়েল খান ইকবাল (১৪) গত ২০ মার্চ নিখোঁজ হয়। এ ব্যাপারে তার মা মোছাঃ শাহেনা খাতুন চুনারুঘাট থানায় জিডি করেন।
এ ব্যাপারে ইকবাল এর শাহেনা খাতুন জানান, তার পুত্র ইকবাল চুনারুঘাট উপজেলার করিমপুর হাফিজিয়া মাদরাসায় হিফজ বিভাগে লেখাপড়া করে। গত ১৭ মার্চ সে মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়ি আসে এবং ছুটি কাটিয়ে ২০ মার্চ সকালে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশ্যে রওনা হয়। বেলা সাড়ে ১১টার দিকে ইকবাল মাদরাসার নিকটবর্তী তার আত্মীয় মাওলানা ফারুক মিয়ার বাড়ি যায় এবং সেখান থেকে কাপড়-ছোপড় নিয়ে মাদরাসার উদ্দেশ্যে পূনরায় রওনা হয়। দুপুরে ইকবালের মা শাহেনা খাতুন মাদরাসায় ফোন দিয়ে জানতে পারেন তার পুত্র সেখানে পৌঁছেনি। বিষয়টি তিনি তার খালাত ভাই মাওলানা ফারুক মিয়াকে অবগত করলে তিনি মাদরাসায় গিয়ে জানতে পারেন সে মাদরাসায় পৌঁছেনি। এরপর থেকে ইকবালের পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।