এম এ আই সজিব ॥ হবিগঞ্জের আদালত প্রাঙ্গণে দুই দল বিচার প্রার্থীর মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন দাঙ্গাবাজকে আটক করেছে।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে আদালতের ভেতর থাকা দোকানপাট ও প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সমজদিপুর গ্রামের মস্তু মিয়ার পুত্র হাবিবুর রহমানের সাথে একই গ্রামের মৃত সতু মিয়ার পুত্র আব্দুল করিমের জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে গ্রামে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে এবং উভয়পক্ষে মামলা-পাল্টাপাল্টি মামলা চলে আসছে। হাবিবুর রহমানের মামলায় আব্দুল করিম ও তার ভাই সহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আসামী আদালতে হাজিরা দিতে আসে।
এ সময় জজকোর্ট প্রাঙ্গণে হাবিবুর রহমানসহ ১০/১২ জন লোক করিমের লোকজনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষে সংঘর্ষ হয়। কোর্ট পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এক পর্যায়ে উল্লেখিতরা ফৌজদারী কোর্টে এসেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়। এ সময় প্রধান সড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। খবর পেয়ে সদর থানার এসআই পার্থ চক্রবর্তী, কেএম রাসেল, রকিবুলসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আব্দুল করিম, তার ভাই সহিদুল ইসলাম নামে দুই দাঙ্গাবাজকে আটক করে পুলিশ। এ ছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল আহাদ তুষার নামের এক যুবক আটক হয়। তখন অন্য দাঙ্গাবাজরা পালিয়ে যায়।