কামরুজ্জামান আল রিয়াদ ঃ- শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিররণী অনুষ্ঠান বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমান। সিনিয়র শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পিকার আলহাজ্ব এডভোকেট আবু জাহির বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে শিক্ষা খাতে বরাদ্দ ও বেশি প্রদান করছে। আমার নির্বাচনি এলাকার প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় ইতিমধ্যেই একাদিক ভবন নিমার্ণ করে দিয়েছি। তিনি এই বিদ্যালয়ে নতুন একটি ভবন ও বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ দেয়ার ঘোষনা দেন। তিনি আরও বলেন শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে আজ কয়েকটি বিষয়ে ছাত্র/ছাত্রীদের অনার্স পড়ার সুযোগ হয়েছে ভবিষ্যতেও সবকটি বিষয়ে অনার্স পড়ার সুযোগের সৃষ্টি হবে। ছাত্র/ছাত্রীদের উদ্যেশ্যে বলেন, নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে ভাল লেখা পড়ার মাধ্যমে ভাল রেজাল্ট তৈরী করা সম্ভব। আর তাতে বিদ্যালয়ের মান উন্নয়ন বৃদ্ধি পাবে। আগামী কিছুদিনের মধ্যেই শায়েস্তাগঞ্জকে উপজেলায় রূপান্তরিত করা হবে।
তিনি ছাত্র/ছাত্রীদেরকে শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষায় শিক্ষিত হওয়ার আহব্বান জানান। ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণ কারী বিজয়ী ছাত্র/ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ তালকুদার ইকবাল, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রাহেল মিয়া সরদার, স্বপন চন্দ্র রায়, সাহেনা বেগম, পৌর কাউন্সিলর নোয়াব আলী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামন আল রিয়াদ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ তালুকদার, সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান প্রমূখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।