চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটের আহম্মদাবাদের কালামন্ডল গ্রামে মৎস্য কামারে কারেন্টজাল ফেলে মাছ চুরির ফলে ঐ কামারীর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। রবিবার সকালে কামারী সাবেক সেনা সদস্য শামছুল আলম ফুল মিয়া কারেন্টজাল উদ্ধার করে স্থানীয় ইউ/পি কার্যালয়ে জমাদেন।
এ সময় আমুরোড বাজার কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, বাজার সেক্রেটারী মিজানুর রহমান,ইউ/পি সদস্য দুলাল ভূইয়া,মো: আ: হাই প্রিন্স উপস্থিত ছিলেন। ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রধান করেন।
জানাযায়, সাবেক সেনা সদস্য ফুল মিয়া অবসর ভাতার সাকুল্যে টাকা দিয়ে এলাকার মাছের চাহিদা পূরন করতে ২০ বছরের জন্য পুকুর লিজ নেন। কিন্তু কয়েকদিন যাবৎ কেবাকারা পুকুরে কারেন্টজাল ফেলে মাছ চুরি করতে থাকে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।