বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন বাতিল করে পূনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ওই বিদ্যালয়গুলোতে ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করা হয়েছিল।
বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন এ সংক্রান্ত একটি পত্র সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে প্রেরণ করেন।
নয়া তফসিল অনুযায়ী উপজেলা সদরের ডি.এন.আই মডেল হাইস্কুল, নতুনবাজার শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় ও কালাপুর হাজী এ. ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আগামী ১৩ এপ্রিল স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র আহ্বান ২৮ মার্চ, মনোনয়পত্র জমা ৩০ মার্চ, বাছাই ৩১ মার্চ ও প্রত্যাহার ২রা এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ২১ মার্চ সারাদেশের সবকটি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ধারাবাহিকতায় বাহুবল উপজেলার ১৭টি প্রতিষ্ঠানের মাঝে সদরস্থ ডি.এন.আই মডেল হাইস্কুল, নতুনবাজার শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় ও কালাপুর হাজী এ. ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করা হয়।
অন্যান্য বিদ্যালয় ও মাদরাসায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট উৎসব বঞ্চিত ছাত্রছাত্রী ও অভিভাবক মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিষয়টি পত্রপত্রিকান্তরে প্রকাশ পায় এবং ডি.আই.আই মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি ও উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি বিষয়টি ব্যানবেইজ পরিচালক ও ফোকাল পয়েন্ট স্টুডেন্ট কেবিনেট মোঃ ফসিউল্লাহকে মুটোফোনে অবগত করেন।
পরে ব্যানবেইজ শাখার উপ-পরিচালক ফোনে বাহুবল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে উল্লেখিত বিদ্যালয়গুলোর নির্বাচন বাতিল করে ২০ দিনের মধ্যে পূনরায় নির্বাচনের ব্যবস্থা নিতে নির্দেশ দেন।