এম এ আই সজিব ॥ মঙ্গলবার দুপুরে হবিগঞ্জে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জেলা প্রশাসক। এ সময় তিনি “বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ টাকা চুরির সঙ্গে আওয়ামী লীগ জড়িত” বিএনপির এমন মন্তব্যকে গুজব বলে তাতে কান না দেয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, এটি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত চলছে। খুবই কঠিন কাজ। এ নিয়ে দলাদলি করার কিছু নেই।
সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আলম। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা স্থানীয় সার্কিট হাউজে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তরফ থেকে কোনো আইনি নোটিশ পাইনি। নোটিশ পেলে পরবর্তীতে জানাব।