নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের আসন্ন নির্বাচনে ৪নং ওয়ার্ড বাউসা-নাদামপুর গ্রামের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী তরুন সমাজ সেবক সাংবাদিক আলী হাছান লিটন ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কাকডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত বাউসা নাদামপুরের প্রতিটি ঘরে ঘরে ভোটারদের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছেন। ইতিমধ্যে তিনি তার ওয়ার্ডের মুরুব্বীয়ান, যুবকসহ সকল শ্রেণি পেশার মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময়, তাদের সাথে নিয়মিত মতবিনিময় করে যাচ্ছেন।
তিনি বলেন, প্রতিশ্র“তি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার দিন শেষ। বর্তমান ডিজিটাল মানুষ বাস্তবায়নে বিশ্বাসী। বিগত নির্বাচনগুলোতে প্রতিনিধিদের ধারা ওয়ার্ডবাসীর কাঙ্খিত উন্নয়ন হয়নি। সেই পরিপ্রেক্ষিতে নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করতে চাই। ওয়ার্ডবাসী দোয়া ও আর্শীবাদের আমি যদি জয়লাভ করি তাহলে উক্ত ওয়ার্ডের কাঙ্খিত রাস্তা নির্মান, প্রতিটি রাস্তা পাকাকরন সার্বিক উন্নয়নে আপ্রান চেষ্ঠা চালিয়ে যাবো এবং গরীব দুঃখী অসহায় মানুষের সেবক হয়ে কাজ করে যাবো ।