চুনারুঘাট ( হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘ্ট উপজেলার দুর্গাপুর বাজারস্থ রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও মিলাদ মাহফিল প্টঅনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় একাডেমী প্রাঙ্গণে বিশিষ্ট সমাজ সেবক, দুর্গাপুর বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুছ সাত্তারের সভাপতিত্বে ও একাডেমীর প্রতিষ্টাতা অধ্যক্ষ সাংবাদিক এস আর রুবেল মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমীর সভাপতি ও উবাহাটা ইউপি চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিক মিয়া, দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের কার্যকরি কমিটির সদস্য ও দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফজলুল হক তালুকদার কাজল, বিশিষ্ট মুরুব্বি ফিরুজ আহমদ দেওয়ান, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সদস্য ও শায়েস্থাগঞ্জ নতুনব্রীজস্থ গ্রীণ ফেয়ার আইডিয়াল স্কুলের প্রতিষ্টাতা সদস্য মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সদস্য, দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও দুর্গাপুর আলোর পথে ইসলামী কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মকসুদ আলী, আঃ কাইয়ুম, মোঃ কুতুব উদ্দিন, মোঃ বিল্লাল মিয়া, ক্বারী মহিবুর রহমান, দুর্গাপুর বাজার ক্যাম্পিয়ন কম্পিউটারের পরিচালক মোঃ এখলাছুর রহমান, শাহাবুদ্দিন, রঘুরামপুর চাইল্ড ফেয়ার একাডেমীর সহকারী শিক্ষিকা মোছাঃ সালমা আক্তার, মোছাঃ সুবেদা আক্তার, মোছাঃ শেফা আক্তার সহ একাডেমীর শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন রঘুরামপুর জামে মসজিদের ইমাম ক্বারী সাইফুল ইসলাম সাইফ।