শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উলুকান্দি নামক স্থানে একটি মাছ বোঝাই ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয় যুবদল কর্মীরা। শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক জানান, রোববার সকালে নরসিংদী থেকে মাছ বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৮৯৪১) বাহুবল যাওয়ার পথে উলুকান্দি নামক স্থানে যুবদল কর্মীরা ট্রাকটি আটকে আগুন লাগিয়ে দেয়। এতে করে মাছসহ ট্রাকটি পুড়ে যায়।
ট্রাক মালিক বাহুবল উপজেলার আক্কাছ আলী জানান, ট্রাকে সাড়ে ৩ লাখ টাকার মাছ ছিল। ট্রাকটির ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ ঘটনার পর শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদল কর্মী কলাপাড়া গ্রামের সুরাজ মিয়া, বিরামচর গ্রামের কিম্মত আলী ও সাদ্দাম এবং নিশাপট গ্রামের শাহ আলমকে গ্রেফতার করে।