এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর হাসপাতাল নামেই আধুনিক। বাস্তবে কোনো আধুনিকতা নেই। কারণ এ হাসপাতাল এখনো রয়ে গেছে মান্ধাতার আমলে। যার কারণে রোগীর বদলে হাসপাতাল নিজেই ভুগছে নানান রোগে।
হাসপাতালের বর্তমান চিত্র হলো ঃ পর্যাপ্ত ডাক্তার নেই, ওষুধ থেকেও নেই, রোগীর জন্য পর্যাপ্ত সিট নেই। সিট থাকলেও প্রয়োজনের সময় পাওয়া যাচ্ছে না কোন সিট। এছাড়া মুক্তিযোদ্ধা ও স্টাফদের জন্য বরাদ্দকৃত সিটগুলো ভাড়া দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগীরা কার্যকর কোনো স্বাস্থ্যসেবা পাচ্ছেন না এ হাসপাতালে এসে।
সংশ্লিষ্টরা জানান, হবিগঞ্জ জেলার ২০ লাখ মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেয়ার জন্য পুরনো হাসপাতাল থেকে শহরের অনন্তপুরে স্থানান্তরিত করে ১৯৯৫ সালের ৬ জানুয়ারি এ হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। নাম দেয়া হয় আধুনিক সদর হাসপাতাল। কিন্তু বাস্তবে এখানে আধুনিক কোনো যন্ত্রপাতির বালাই নেই। জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে এখানকার চিকিৎসা কার্যক্রম। এখানে প্রতিদিন গড়ে তিন শতাধিক রোগী ভর্তি থাকেন।
অভিযোগ রয়েছে, জরুরি বিভাগে রোগীর চাপ বেশী হলেই ডাক্তাররা রোগী অনেক বড় ডাক্তার হয়ে যান। তখন রোগীরা বাধ্য হন হাসপাতালের আশপাশের ক্লিনিকগুলোতে চিকিৎসা নিতে।
ডাক্তাররাও হাসপাতালে সময়মতো ডিউটিতে আসেন না। বিশ্বস্ত সূত্রগুলোর অভিযোগ পাওয়া যায়, হাসপাতালের অনেক ডাক্তারই বিভিন্ন ক্লিনিকের সঙ্গে চুক্তিবদ্ধ। তারা হাসপাতালের বদলে ক্লিনিকেই বেশি সময় দেন। হাসপাতালে দুইটি এম্বুলেন্স থাকলেও জ্বালানি তেলের অভাবে সেগুলো ব্যবহৃত হয় না। তবে মোটা অঙ্কের টাকা খসালে চালু হয়ে যায় এগুলো।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ ২০১৩ সালের জুলাই মাসের ১৮ তারিখ থেকে শুরু হলেও নানা জটিলতা, ঠিকাদারের অবহেলায় সে কাজ মন্থর গতিতে চলছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সরকারি স্বাস্থ্য সেবায় উন্নত একটি চিকিৎসা কেন্দ্র হিসেবে মানুষের আস্থার প্রতীক ছিল। বর্তমানে এ হাসপাতালকে পুঁজি করে ব্যবসা নির্ভর হয়ে পড়েছেন হাসপাতাল সংশ্লিষ্টরা কিছু স্টাফ। যে কারণে জরুরি মুহূর্তে কাঙিত সেবা পাচ্ছেন না রোগীরা। কর্মস্থলে না থেকে অফিস সময়ে বেসরকারি হাসপাতালে রোগীর অপারেশনসহ বাণিজ্যের ধান্দায় চিকিৎসকরা এমন অভিযোগ অনেক পুরোনো।
এসব অনিয়মের প্রতিবাদ করলে রোগীর স্বজনদের সাথে বাকবিতণ্ডাসহ ঝামেলায় জড়িয়ে পড়ছেন হাসপাতাল সংশ্লিষ্ঠ লোকজন।
অনেক সাধারণ রোগীরা মনে করেন কর্তৃপক্ষেও যদি সঠিকভাবে তদারকির ব্যবস্থা ও জবাবদিহিতার ব্যবস্থা করেন তাহলে তারা সঠিক সেবা পাবেন।
সম্প্রতি হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে ভর্তি করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে তিনি সেখানে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। এ নিয়ে হামলাসহ মামলা হলে আদালত থেকে কতিপয় ডাক্তার-কর্মচারীর বিরুদ্ধে পরোয়ানা ইস্যু হয়। পরবর্তীতে বিষয়টি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপির হস্তক্ষেপে মিমংসা হয়। কিন্তু বিচারকের সাথে এ ঘটনার পর থেকে হাসপাতালে আসা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কৌশলের আশ্রয় নিচ্ছেন চিকিৎসকরা সংশ্লিষ্ঠরা।
রোগীদের ভাষ্য অনুযায়ী, জরুরী বিভাগের ভর্তি ফরমে ‘সিট খালি নাই’ লিখে রোগীদের সিট সংকট দেখানো হয়। যা আদৌ সম্পূর্ন সঠিক নয়। ফলে এখানে বিভিন্ন ওয়ার্ডে ময়লা-আবর্জনা ও কুকুর বিড়ালের সঙ্গে অবস্থান করতে হচ্ছে রোগী ও স্বজনদের।
ডাক্তাররা তাদের দায়িত্ব এড়িয়ে যেতে এমন কৌশলের আশ্রয় নিচ্ছেন বলে মনে করছেন ভুক্তভোগীরা। এমতাবস্থায় হাসপাতালটি ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার আগে হাসপাতাল সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধান করা জরুরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।