নিজস্ব প্রতিবেদক :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নামাজ আদায় শেষে মসজিদে আবুল হাসিম (৭৫) নামে মুসল্লির মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল ৫টার দিকে রেলওয়ে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাসিম রেল কলোনীর বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, আবুল হাসিম আসরের নামাজ রেল মসজিদে জামাতের সহিত আদায়ত করেছেন। নামাজ শেষ করে প্রতিদিনের ন্যায় মসজিদেই বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বুকের ব্যথায় ছটফট করতে দেখে অন্য মুসল্লিরা তার ছেলে রহমানকে খবর দেন। ছেলে আসার আগেই মারা যান তিনি।
নিহতের ছেলে আব্দুর রহমান জানান, তিনিও একই মসজিদে আসরের নামাজ আদায়ের সময় তার বাবাকে নামাজ আদায় করতে দেখেছেন। তিনি জানান, তাদের গ্রামের বাড়ী ফেনী জেলায়। তারা স্বাধীনতার পর থেকেই শায়েস্তাগঞ্জে বসবাস করছেন।
মসজিদের মোয়াজ্জিন তাজুল ইসলাম জানান, আবুল হাসিম পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে রেল মসজিদে পড়তেন। প্রতিদিনই আসরের নামাজ শেষে কিছু সময় মসজিদে বিশ্রাম নিতেন। আজও আসরের নামাজ শেষে বিশ্রাম নিতে গিয়ে বুকে ব্যথা উঠলে মসজিদেই মারা যান।