বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে ইটভাটায় পানিতে ডুবে রায়হান মিয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার মিরপুর এলাকার সততা ব্রিকসে এ ঘটনাটি ঘটে।
নিহত রায়হান মিয়া (৫) মাধবপুর উপজেলার রসূলপুর গ্রামের চান মিয়ার মিয়া ছেলে।
জানা যায়, উপজেলার সসতা ব্রিকসে কাচা ইট বানানোর কাজে এসছিলেন চান মিয়া। সাথে ছিল তার স্ত্রী ও দুই সন্তান। সকালের দিকে সকলের অগোচরে মেইলের হাউজে (পানির গর্তে) পরে যায়। সকাল সাড়ে ১০টায় হাউজে তার লাশ ভেসে উঠলে শ্রমিকদের চোখে পড়ে।
পরে লাশ উদ্ধার করে নিহতের গ্রামের বাড়ি বসূলপুড়ে পাটিয়ে দেয় ইটভাটা কর্তৃপক্ষ।
ইটভাটা মেইলের সর্দার ফরাস উদ্দিন বলেন, লাশ ডুবা থেকে তুলে দাপন দিয়েছি। মালিক পক্ষ কিছু সহযোগিতা করবেন বলেও তিনি জানান।