হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রথম প্যানেল ময়ের দিলীপ দাস।
সচিব নুুরে আলম সিদ্দিকী জানান, জিকে গউছকে বরখাস্তের পত্রটি রোববার পৌরসভায় প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, রোববার থেকে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে প্রথম প্যানেল মেয়র দিলীপ দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।
হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস জানান, জিকে গউছ বরখাস্তের পত্রটি আমার হাতে এসেছে। তিনি বলেন আমি জেলা প্রশাসকসহ সকলকে অবগত করেছি।