এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউপির কুলির বন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের এস আই সুদ্বিপ রায় ও এস আই আব্দুল করিমের নের্তৃত্বে গত সোমবার রাত দেড়টায় টুনারুঘাটের কুলির বন থেকে ১২ কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় ডিবি পুলিশের উপস্তিতি টের পেয়ে ৩ মাদক ব্যাবসায়ী পালিয়ে যায়।
এব্যাপারে গোয়েন্দা পুলিশের এস আই সুদ্বিপ রায় জানান, এই মাদক দেশের যুব-সমাজকে ধংস করে দিচ্ছে। আমাদের এখন মুল কাজ দেশের যুব-সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করা। আর এ জন্য যা যা করার প্রয়োজন আমরা করতেছি।