নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সুনারু গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। রবিবার দুপুরে উক্ত গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্ব করেন মোঃ খছরু মিয়া।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ওয়াদা আগামী ২০১৯ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘওে বিদ্যুত পৌছে দেয়া হবে।
আজ সুনারু গ্রামে বিদ্যুতায়ন তার প্রমান।
অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, পল্লী বিদ্যুতের ডাইরেক্টর আল হেলাল, আওয়ামীলীগ নেতা বিধান ধর ও কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন। এতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।