মাধবপুর প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুরে সিএনজির সঙ্গে হবিগঞ্জগামী ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার শিমুলিয়া গ্রামের দুখু মিয়ার ছেলে সফি মিয়া (৪০) ও একই গ্রামের তালেবর মিয়ার ছেলে মাসুক মিয়া (৪২)।
আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এজাজুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।