নিজস্ব প্রতিনিধি: তৃতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা। ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।
উত্তর পূর্ব ইউপিতে মিজানুর রহমান খান, উত্তর-পশ্চিমে মো. হায়দারুজ্জামান খান, দক্ষিণ পূর্বে মো. আরফান উদ্দিন, দৌলতপুর ইউনিয়নে মো. লুৎফুর রহমান, কাগাপাশা ইউপিতে মো. এরশাদ আলী, বড়ইউড়ি ইউনিয়নে হাবিবুর রহমান।
খাগাউড়ায় শাহ শওকত আরেফীন, পুকড়ায় মো. আলাউদ্দিন তালুকদার, সুবিদপুরে মো. আবুল কাসেম চৌধুরী, মক্রমপুরে মো. আহাদ মিয়া, সুজাতপুরে মো. আব্দুল কুদ্দুস, মন্দরীতে শেখ শামছুল হক, মুরাদপুরে মো. রফিকুল ইসলাম, পৈলারকান্দিতে মো. ফজলুর রহমান খান আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।