এম এ আই সজিব ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবারো অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। ফলে প্রতিদিন সন্ধ্যার পরপর ওই এলাকায় নানান অপরাধীদের আড্ডা বসে।
সম্প্রতি ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এসব দোকানপাট উচ্ছেদ করলেও কিছুদিন যেতে না যেতেই প্রভাবশালী মহল দোকান পাট গড়ে তুলেছে। রাস্তার দুইপাশে দোকান পাট থাকায় গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটছে।
এ ছাড়া থানার সামনে এসব দোকানপাট থাকায় অপরাধীরা পুলিশের গতিবিধি টের পেয়ে অপরাধীদের জানিয়ে দিচ্ছে। ফলে আসামী ধরা সম্ভব হচ্ছে না। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় অর্ধ শতাধিক অবৈধ দোকানপাট রয়েছে।