এম এ আই সজিব ॥ কারাগারে থেকে পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়ে আলোচনায় আসা বিএনপি নেতা জি কে গউছকে আবারও বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে কারাবন্দি রয়েছেন।
রবিবার তাঁকে বরখাস্তের চিঠি পেয়েছেন বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। এর আগে গত বছরের ৭ জানুয়ারি কিবরিয়া হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় বিধি মোতাবেক মেয়র জিকে গউছকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পৌর মেয়র জিকে গউছ হবিগঞ্জ জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
কারাবন্দি অবস্থায় তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়। কারাবন্দি থাকা অবস্থায় গত বছরের ২৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আবারও বিপুল ভোটে বিজয়ী হন জি কে গউছ। প্যারোলে মুক্তি নিয়ে তিনি শপথ নেন।