বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেন, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে উন্নয়ন হবে। আর উন্নয়ন ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগীতা করতে হবে। এদিকে সরকার মানুষকে উন্নয়ন দিলেই নিজেদের দায়িত্ব শেষ নয়, মানুষকে তাঁর প্রাপ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রিজার্ভ থেকে ১০ মিলিয়ন ডলার লুঠপাট হওয়া দুঃখজনক একটি ব্যাপার। আর এরসাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা এখন সরকারের প্রধান কাজ। অন্যদিকে রাষ্ট্র ধর্ম যাতে ইসলাম না থাকে সেজন্য একটি গোষ্ঠি নিজেদের অপচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। সেই গোষ্ঠি যাতে এতে সফল না হতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ গ্রহন করতে হবে। তা না হলে জাতীয় পার্টি দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামবে।
তিনি রোববার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার সিঙ্গেরকাছ বাজারে অনুষ্ঠিত দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। এরপূর্বে এমপি এহিয়া চৌধুরী প্রায় ৩২ লাখ টাকা ব্যয়ে ‘শেখেরগাঁও-চানপুর-জগদ্বিশপুর সড়ক’র পাকাকরণ ও প্রায় ১৫ লাখ ৭৯ হাজার টাকা ব্যয়ে ‘সিঙ্গেরকাছ-টুকেরবাজার-রসুলগঞ্জ সড়ক’র সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। দ্বি-বার্ষিক সম্মেলনে বদর উদ্দিনকে সভাপতি, ইরাজ আলীকে সাধারণ সম্পাদক ও শের খানকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলার দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টি নতুন কমিটি ঘোষণা করা হয়।
ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ইব্রাহিম আলী’র সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, একেএম দুলাল, ফিরুজ আলী, দেওকলস ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজাদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ক্বারী আবদুল মুকিদ ও স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুহেল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনোহর আলী, সুমন আহমদ সুনন, দ্বি-বার্ষিক সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শফিক আহমদ পিয়ার, জার্তীয় পার্টি নেতা আছাব উদ্দিন, আবদুল কাইয়ুম, বদর উদ্দিন, কামরুজ্জামান, রুহুল আমীন, ইরাজ আলী, শাহীন আহমদ, শের খান, উমর আলী, প্রদীপ দেব, নুমান আহমদ, নাসির উদ্দিন, ইরন মিয়া, মিজান চৌধুরী, ইব্রাহিম আলী, উপজেলা যুবসংহতির আহবায়ক ফেরদৌস আলী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জিয়া উদ্দিন, সেলিম মিয়া, সদস্য সচিব গোলাম জবদানী প্রমুখ।