বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। সে উপজেলার সদর ইউনিয়নের ইলিমপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে বাদশা মিয়া (৩০)। গত শনিবার রাতে আসামির নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার এসআই কল্লোল গোস্বামী বলেন, আমার ও থানার এস আই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামি বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।