মোঃ রহমত আলী ॥ বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে “খোলা জায়গায় মলত্যাগ ও হাত ধোয়া স্বাস্থ্য ঝুকির প্রধান করণ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ শনিবার অপরাহ্নে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জিওবি ইউনিসেফ ইউএসটি -এর ইউএফ একে আজাদ এর সঞ্চালনায় বিচারক এর দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক শেখ আলফাজ উদ্দিন ও সহকারী শিক্ষক শ্যামা প্রসাদ বিশ্বাস রতন।
বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান পর্যবেক্ষক হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি ও ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
এর পূর্বে খোলা জায়গায় মলত্যাগ ও হাত ধোয়ার সুফল কুফল বিষয়ে বক্তৃতা করেন সহকারী শিক্ষক আব্বাছ উদ্দিন খান, মোঃ সুলতান আলী, সিরাজ উদ্দিন খান, শ্যামল কুমার বিশ্বাস, সাবেদ আলী চৌধুরী, অলকা বিশ্বাস, নারজু বেগম, সৈয়দা চাশমে আরা কেফা, রোমন বিশ্বাস প্রমুখ।