নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথে ডাকাতি মামলার পলাতক আসামী শিপন মিয়াকে (২৫) শায়েস্তাগঞ্জ জংশন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে এসআই মুখলেছুর রহমানসহ একদল পুলিশ জংশন এলাকায় অভিযান পরিচালনা করে শিপনকে গ্রেফতার করেন। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আলুনিয়া গ্রামের মৃত সবুজ মিয়া ছেলে। শিপন বিশ্বনাথ থানার একটি ডাকাতি মামলায় আসামী হয়ে পালিয়ে গোপনে শায়েস্তাগঞ্জের নিজগাঁও এলাকার আরব আলীর ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল।
এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল বলেন, বিশ্বনাথ ছাড়াও চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে দুইটি ডাকাতি মামলা রয়েছে। বিকেলে শিপনকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।