আজিজুল হক নাসির: মশা তাড়াতে জ্বালানো খড়ের বেনি থেকে আগুন লেগে পুড়ে গেছে দিন মজুর আ: হালিমের দুটি ঘর। অগ্নি কান্ডটি ঘটেছে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হারাজুরা গ্রামে।
দিন মজুর আ: হালিম জানান, গত ১৮ই মার্চ রাত ৮টার সময় গোয়ালঘরে জ্বালানো খড়ের বেনীর উপর কাপড় পড়ে তা থেকে আগুন লেগে মুহুর্তে পুড়ে যায় তার আবাস ঘরসহ শন বাঁশের তৈরী দুটি ঘরই।
এ সময় তার স্ত্রী ও তিন সন্তান ঘরে ছিলেন। আগুনে নগত ৭৫ হাজার টাকা, আসবাব পত্র, ধাঁন-চাল পুড়ে যায়। অগ্নি দগ্ধ হয়ে মরে যায় কয়েকটি হাঁস-মুরগী ও ছাগল।
গোয়াল ঘর থেকে গরু উদ্ধার করতে গিয়ে আগুনে ঝলসে আহত হয় আ: হালিমের স্ত্রী হাজেরা খাতুন (৪৫), পুত্র জুয়েল মিয়া (১৮), রুবেল মিয়া (১৫) ও কন্যা তাহমিনা খাতুন (১২)। সংবাদ শুনে সঙ্গে সঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু ঘটনাস্থলে ছুটে যান।
অগ্নি দগ্ধ পরিবারকে চাল-ডাল, বাজার-সদাই, জামা-কাপর ও নগদ অর্থ সহযোগীতা করেন এবং সরকারি অনুদান থেকেও সহযোগীতার আশ্বাস দেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকেও ঐ পরিবারকে আর্থিক সাহায্য করা হয়।