ডেস্ক: সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ পূণ্যার্থী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ২২ জন।
শনিবার (১৯ মার্চ) মক্কা-মদিনা সংযোগ সড়কে পূণ্যার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে চীনা সংবাদমাধ্যম শিনহুয়ায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাকবলিত বাসটির চালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলে তিনি এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
স্থানীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হতাহত যাত্রীদের জাতিয়তা সম্পর্কে সংবাদমাধ্যমটিতে জানানো হয়েছে, তাদের সবাই সৌদি আরবের নাগরিক। তবে বাসটির চালক এশিয়ার কোনো দেশের নাগরিক।