নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় অবস্থিত ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে- ওইদিন বিকেলে ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভিতরে গ্যাস পাইপ কাটতে গিয়ে আগুনে ফুলকি স্টোর রুমে পরে আগুনের সুত্রপাত হয়। এ সময় স্টোর রুমে থাকা মালামালা পুড়ে যায়।
খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, মাধবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইঞ্জিনিয়ার রাব্বানির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।