বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জ জেলার বাহুবলে পারিবারিক কলহে জের ধরে বিষপানে এক গৃহবধূ আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৪টায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের কালুঠুলা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী নার্গিস আক্তার পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে বিষপান করে। পরে তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট হাসপাতালে প্রেরণ করে।
বৃহস্পতিবার অবস্থার অবনতি ঘটলে বিকেলের দিকে সে মারা যায়।
মৃত্যুকালে ১০ মাসের একটি কণ্যা সন্তান রেখে যায়। সে ৪ মাসের অ:সত্বা বলেও জানা গেছে।
তার মৃত্যুর ঘটনায় স্বামী আক্তার মিয়া হাসপাতাল থেকে পালিয়ে গেছে বলেও জানা গেছে।